Wellcome to National Portal
Main Comtent Skiped

বিদ্যুৎ বিভ্রাট কমিটির মোবাইল নাম্বার সমূহঃ ০১৭৬৯-৪০০৭০৪, ০১৭৬৯-৪০৪০২২, ০১৭০৪-১০৬৪৪৩, ০১৭০৪-১০৬৪৪৪, ০১৭০৪-১০৬৪৪৫ 


Electricity Awareness
  • সান্ধ্য কালীন সময়ে (পিক আওয়ারে) বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। আপনার সাশ্রয়কৃত বিদ্যুৎ অন্যকে আলো জ্বালাতে সহায়তা করবে।
  • সংযোগ বিচ্ছিন্ন এড়াতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন এবং বিলম্ব মাশুল সহ বিল পরিশোধের ঝামেলা থেকে মুক্ত থাকুন।
  • বিদ্যুৎ বিল সাশ্রয়কল্পে মানসম্মত এনার্জি সেভিং বাল্ব (CFL) ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করুন। টিউব লাইটে Electronic Ballast ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করুন।
  • বিদ্যুৎ একটি মূল্যবান জাতীয় সম্পদ। দেশের বৃহত্তর স্বার্থে এই সম্পদের সুষ্ঠু ও পরিমিত ব্যবহারে ভূমিকা রাখুন।
  • বৎসরান্তে পল্লী বিদ্যুৎ সমিতি হতে বিদ্যুৎ বিল পরিশোধের প্রমাণ পত্র প্রদান করা হয়ে থাকে।
  • মিটার রক্ষণাবেক্ষণ দায়িত্ব আপনার। এর সঠিক সুষ্ঠু অবস্থা ও সীল সমূহের নিরাপত্তা নিশ্চিত করুন।
  • বিদ্যুৎ চুরি ও এর অবৈধ ব্যবহার থেকে নিজে বিরত থাকুন ও অন্যকে নিবৃত করুন। বিদ্যুৎ চুরি ও এর অবৈধ ব্যবহার রোধে আপনার জ্ঞাত তথ্য ‘‘এক অবস্থান সেবা/অভিযোগ কেন্দ্র’’ এ অবহিত করে সহযোগিতা করা আপনার দায়িত্ব।
  • ইদানিং একটি সংঘবদ্ধ অসাধু চক্র চালু লাইন হতে ট্রান্সফরমার/বৈদ্যুতিক যন্ত্রপাতি/তার চুরির সাথে জড়িত। সুতরাং আপনার এলাকার উপরিউক্ত চুরি রোধে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
  • গ্রাহক সদস্যই সমিতির মালিক ও সেবক।
  • বৈধ রশিদ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি কোন টাকা গ্রহণ করে না।
  • লাভ নয় লোকসান নয়- এই মূলনীতিতে সমিতি পরিচালিত হয়।
  • বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ি হোন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকুন।
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ এড়াতে যথা সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করুন।
  • বহুতল আবাসিক/বাণিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফাট মালিকের চুক্তিনামার সত্যায়িত কপি।