ধাপ-০১. | আবেদন | ধাপ-০২. | সমীক্ষা ফি | ধাপ-০৩. | সমীক্ষা |
ধাপ-০৪. | বৈদ্যুতিক প্লান | ধাপ-০৫. | ষ্টেকিং ও অনুমোদন | ধাপ-০৬. | নির্মাণ মূল্য |
ধাপ-০৭. | চুক্তিকরন | ধাপ-০৮. | লাইন নির্মাণ | ধাপ-০৯. | আভ্যন্তরীন ওয়্যারিং করণ |
ধাপ-১০. | ওয়্যারিং পরিদর্শন | ধাপ-১১. | জামানত গ্রহন | ধাপ-১২. | সিএমও করণ |
ধাপ-১৩. | গ্রাহক সংযোগ |
* সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাব্য সময় ৩০ দিন
ক্রম নং | গ্রাহক শ্রেণী | লাডের বিবরণ/ নিরপত্তা জামানতনিরুপনের পদ্ধতি | নিরাপত্তা জামানত (টাকা) |
০১ | ডি,সি,সি আই | ০.৫০ কিঃ ওঃ পর্যন্ত লোড | ৫০০.০০ |
০২ | আবাসিকদাতব্য প্রতিষ্ঠান | ০.৫০ কিঃ ওঃ এর উর্দ্ধে এবং ১ কিঃ ওঃ পর্যন্ত | ৬০০.০০ |
০৩ | ১ কিঃ ওঃ এর উর্দ্ধে | ৬০০.০০ যোগ ২০০.০০ প্রতি কিঃ ওঃ অথবা প্রতি ভগ্নাংশের জন্য। | |
০৪ | বাণিজ্যিক | ৫কিঃ ওঃ পর্যন্ত | ঐ |
০৫ | বাণিজ্যিক | ৫কিঃ ওঃ এর উর্দ্ধে | সংযুক্ত লোড (কিঃ ওঃ) অথবা কেভিএ ঢ ০.৯৫ঢ৮ঘন্টা ঢ ২৫দিন ঢ ২মাস ঢ বিদ্যুৎ মুল্যহার (টাকা/প্রতি কিঃ ওঃঘঃ) |
০৬ | জিপি/এলপি | শিল্প | সংযুক্ত লোড (কিঃ ওঃ) অথবা কেভিএ ঢ ০.৯৫ঢ৮ঘন্টা ঢ ২৫দিন ঢ ২মাস ঢ বিদ্যুৎ মুল্যহার (টাকা/প্রতি কিঃ ওঃঘঃ) |
০৭ | রাস্তার বাতি | ৬(ছয়) মাসের ন্যূনতম বিলের সমপরিমাণ । |
বিদ্যুৎ সংযোগের লক্ষে দুই (০২) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নির্ধারিত হারে সমীক্ষা ফি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সদস্য সেবা বিভাগ কর্তৃক সম্পাদিত সমীক্ষায় উত্তীর্ণ হলে সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান দ্বারা নিজস্ব খরচে মান সম্পন্ন ওয়্যারিং সম্পাদনের পর লোড অনুযায়ী নিম্নোক্ত হারে জামানত গ্রহণ করা হয়।
সমিতির নির্মিত বিতরন লাইন হতে ন্যূনতম ০২ জন গ্রাহকের জন্য বরাদ্দ সাপেক্ষে ০১ পোল সম্প্রসারন করে প্রান্তিক আবেদনকারীদেরকে বিদ্যুৎ সংযোগ প্রদানের বিধান আছে।
সমিতির সমগ্র ভৌগলিক এলাকা বিদ্যুতায়নের জন্য অনুমোদিত মহাপরিকল্পনায় প্রতি কিঃ মিঃ ৪৫,০০০/- টাকা বার্ষিক রাজস্ব প্রাপ্তি সাপেক্ষে রাজস্ব অনুপাতের ক্রমানুসারে বাৎসরিক বরাদ্দের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা অনুযায়ী লাইন নির্মাণের বিধান আছে। নির্মাণের ক্ষেত্রে অধিক রাজস্ব আয় অগ্রাধিকার পায়।
লাইন নির্মাণের স্বাভাবিক রাজস্ব নীতিমালার ক্রম পর্যন্ত অপো না করলে জরুরী ভিত্তিতে এবং কোন লাইন রাজস্ব নীতিমালায় উত্তীর্ন না হলে ন্যূনতম ৫০% রাজস্ব পাওয়া গেলে আবেদনকারী কর্তৃক লাইন নির্মান খরচ জমা প্রদানের মাধ্যমে মাইলেজ বরাদ্দ সাপেক্ষে বিদ্যুৎ সংযোগের বিধান আছে।
০১। দুই কপি ছবি সহ নির্ধারিত ফরমে ২৫০০.০০ (এক হাজার পাঁচশত) টাকা সমীক্ষা ফি জমা দিয়ে আবেদন করতে হয়।
০২। সমীক্ষা ও ষ্টেকিং এর পর (প্রযোজ্য ক্ষেত্রে) ডিপোজিট ওয়ার্কের (নিজ খরচে) আওতায় লাইন নির্মান ব্যয় জমার পর লাইন নির্মান সম্পন্ন সাপেক্ষে ওয়্যারিং পরিদর্শনের পর নির্ধারিত হারে নিরাপত্তা জামানত গ্রহন করে সংযোগের পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।
০৩। প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে সংযোগ প্রদান করা হয়।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর ও জোনাল অফিসে এক অবস্থানে সেবা কাউন্টারে নতুন বিদ্যুৎ সংযোগ, বিল, মিটার সংক্রান্ত অভিযোগ, বিল পরিশোধের ব্যবস্থাসহ সকল ধরনের অভিযোগ জানানো যাবে এবং এতদ সংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়া যাবে।
সমিতির ভৌগোলিক এলাকার বেকার যুবকদের প্রশিন দিয়ে গ্রাম বিদ্যুৎ কারিগর হিসেবে তৈরী করা হয়। বর্তমানে প্রশিন প্রাপ্ত বিদ্যুৎ কারিগরের সংখ্যা ১৯০ জন। ঘর ওয়্যারিং এর জন্য গ্রাহককে মানসম্পন্ন মালামাল কিনে দিতে হয়।
প্রতিটি বাড়ী ওয়্যারিং এর জন্য সর্বনিম্ন মজুরী= ১২০.০০ টাকা।
সেচ পাম্পের সর্বনিম্ন মজুরী একফেজ= ৪০০.০০ টাকা ও তিনফেজ = ৮০০.০০ টাকা।
শিল্প প্রতিষ্ঠানের সর্বনিম্ন মজুরী একফেজ= ৪০০.০০ টাকা ও তিনফেজ = ৮০০.০০ টাকা।
সমিতি কর্তৃক সংযোগকৃত ১০ অশ্বশক্তির ঊর্ধ্বে সকল শ্রেণীর শিল্প এবং সেচ পাম্পের গ্রাহকদের মোটরের পাওয়ার ফ্যাক্টরের মান ০.৯৫ বা তার উপরে থাকা প্রয়োজন। পাওয়ার ফ্যাক্টর এর মান ০.৯৫ এর কম হইলে বিলের সহিত পাওয়ার ফ্যাক্টর মাশুল আরোপ করা হয়। ক্যাপাসিটর ব্যবহারের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর উন্নত করা যায়। পাওয়ার ফ্যাক্টর উন্নত হলে গ্রাহক ও সমিতি উভয়ই উপকৃত হয়।
ক্রমিক নং |
বিবরণ |
গ্রাহক শ্রেণি প্রযোজ্যতা |
ফি/চার্জ (টাকা) |
|
১ |
গ্রাহকের অনুরোধে মিটার সংযোগ বিচ্ছিন্ন/গ্রাহকের অনুরোধে বিচ্ছিন্ন সংযোগ পুনঃসংযোগ চার্জ |
এলটি |
ক) এক ফেজ |
২০০.০০ |
খ) তিন ফেজ |
৪০০.০০ |
|||
এমটি এবং এইচটি |
১,০০০.০০ |
|||
ইএইচটি |
২,০০০.০০ |
|||
২ |
বকেয়ার কারনে সংযোগ বিচ্ছিন্ন/বকেয়ার কারনে বিচ্ছিন্ন সংযোগ পুনঃসংযোগ চার্জ |
এলটি |
ক) এক ফেজ |
৩০০.০০ |
খ) তিন ফেজ |
৮০০.০০ |
|||
এমটি এবং এইচটি |
৫,০০০.০০ |
|||
ইএইচটি |
১০,০০০.০০ |
পার্শ্ব সংযোগ গ্রহন করিয়া যে শ্রেনীর কাজে বিদ্যুৎ ব্যবহার করা হইবে সেই শ্রেনীর জন্য নির্ধারিত হারে জরিমানা আরোপ করা হইবে। এ ক্ষেত্রে জরিমানা নিন্মরুপঃ-
ক্রমিক নং |
গ্রাহক শ্রেণি |
প্রতিটি পার্শ্ব সংযোগের জরিমানা (টাকা) |
১ |
আবাসিক |
২৫০.০০ |
২ |
বাণিজ্যিক |
৫০০.০০ |
৩ |
সেচ |
১,৫০০.০০ |
৪ |
শিল্প |
৩,০০০.০০ |
ক্রমিক নং |
বিবরণ |
গ্রাহক শ্রেণি প্রযোজ্যতা |
ফি/চার্জ (টাকা) |
|
১ |
গ্রাহকের অনুরোধে মিটার পরীক্ষন চার্জ |
এলটি |
ক) এক ফেজ |
২০০.০০ |
খ) তিন ফেজ |
৪০০.০০ |
|||
গ) এলটি ফেজ |
৬০০.০০ |
|||
এমটি এবং এইচটি |
১,০০০.০০ |
|||
ইএইচটি |
২,০০০.০০ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS